আপনি যদি একটি ড্রোন ক্যামেরা কেনার চিন্তা করে থাকেন তাহলে আপনি কম দামে ড্রোন ক্যামেরা | DJI Mini SE কিনতে পারেন
ছোট-বড় সবারই পছন্দের একটি গেজেট ড্রোন ক্যামেরা(Drone Camera)। মানুষ বিভিন্ন কাজে ড্রোন ক্যামেরা ব্যবহার করে এবং এর চাহিদা এবং ব্যবহার বেড়েই চলেছে, তাই আজকের টপিক কম দামে ড্রোন ক্যামেরা | DJI Mini SE.
![]() |
DJI Mini SE |
DJI এর সস্তা ভিডিও ড্রোন ক্যামেরা , এই ড্রোন ক্যামেরায় কি কি ধরনের ফিচার রয়েছে বিস্তারিত জানানোর চেষ্টা করব।
Specification Of DJI Mini SE
Weight | : 249g UltraLight |
Size (folded) | : Size (folded) |
Max flight time | : 30 minutes |
Max Photo Resolution | : 12 MP |
Max Video Resolution | : 2.7K/30fps |
Max Photo Resolution | : 2.7K/30fps |
Video Transmission Distance | : 4 km |
Max Flight Speed | : 46.8 kph |
DJI Mini SE ড্রোনটি DJI Mavic Mini এর কম্বিনেশনে তৈরি একটি ড্রোন(Dron), এটি ব্যবহারকারীদের সত্যিই দুর্দান্ত এক্সপ্রেস দিতে সক্ষম। DJI Mini SE ড্রোনটিতে রয়েছে একটি ১২মেগা পিক্সেল এর ক্যামেরা এবং এই ড্রোনটি আপনি সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত আকাশে উড়াতে পারবেন।
আপনি এটির রিমোট কন্ট্রোলার ব্যবহার করে 4 কিলোমিটার পর্যন্ত HD ভিডিও ধারণ করতে পারবেন।
এছাড়া DJI Mini SE মোবাইল অ্যাপস টির অসাধারণ ফিচার গুলো ব্যবহার করে অসাধারণ সব ভিডিও ধারণ করতে পারবে, মুহূর্তেই।
DJI Mini SE ফিচারসমূহঃ
DJI Mini SE অন্যান্য ফিচার সমূহঃ
আপনি যদি কম টাকার মধ্যে একটি ভালো মানের ড্রোন ক্যামেরা কিনতে চান তাহলে অবশ্যই আমি বলব আপনি DJI Mini SE এর এই ড্রোনটি কিনতে পারেন।
বাজারে অনেক কোম্পানির সস্তায় এবং ফিচারের দিক থেকে অনেক বেশি ফিচার থাকে এমন ড্রোন ক্যামেরা না কিনে আপনি DJI Mini SE এর এই ড্রোনটি কিনতে পারেন।
DJI এর সেরা ড্রোন(Drone) ক্যামেরার নামঃ
বন্ধুরা এই ছিল, কম দামে ড্রোন ক্যামেরা | DJI Mini SE নিয়ে আর্টিকেল, যদি আর্টিকেলটি পড়ে ভাল লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট এ আপনার মতামত জানাতে পারেন।
আপনার জন্য আরও চমৎকার পোস্ট:
আপনার যদি এই পোস্টটি ভালো লেগে থাকে, তবে আমাদের অন্যান্য পোস্টগুলো দেখুন। সেখানে আপনার পছন্দের আরও অনেক কিছু পাবেন! 😊