পৃথিবীতে যত সর্বপ্রথম কোন ঘটনা কোন আবিষ্কার।

Tanvir Ahmmed
0

আজ এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা জানতে চলেছেন, পৃথিবীতে যত সর্বপ্রথম আবিষ্কার, বা পৃথিবীতে যত সর্বপ্রথম কে কি করেছেন সে সম্পর্কে। আশা করি  আর্টিকেলটি পড়লে অনেক কিছু জানতে পারবেন।


পৃথিবীতে সর্বপ্রথম
পৃথিবীতে সর্বপ্রথম

 আর্টিকেলটি পড়লে আপনি যেসব প্রশ্নের উত্তর জানতে পারবেন সেগুলো নিচে দেওয়া হল-

  1. আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন?
  2. সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?
  3. কে সর্বপ্রথম চাঁদে গিয়েছিল?
  4. সর্বপ্রথম  বর্ণমালা উদ্ভাবন করেন ? 
  5. আধুনিক বাংলা লিপির উদ্ভাবন কে করেন ? 
  6. সর্বপ্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী কে? 
  7. কত সাল থেকে নোবেল পুরস্কার প্রচলনের হয়? 
  8. সর্বপ্রথম বাংলাদেশী নোবেল বিজয়ী কে? 
  9. নৌবাহিনীর সর্বপ্রথম রণতরী নাম কি? 
  10. সর্বপ্রথম বাংলাদেশের বিমান চালু হয়? 
  11. বাংলাদেশের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? 
  12. বাংলাদেশের সর্বপ্রথম  বাণিজ্য জাহাজ এর নাম কি?
  13. বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রীর এর নাম কি? 
  14. সর্বপ্রথম কোন দেশ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? 
  15. সর্বপ্রথম সর্বপ্রথম কোথা থেকে স্বাধীনতার ঘোষণা দেয়া হয়? 
  16. সর্বপ্রথম বাংলাদেশে মোবাইল ফোন প্রচলন হয় ? 
  17. বাংলাদেশের সর্বপ্রথম কোথায় লোহার খনি পাওয়া যায় ? 
  18. বাংলাদেশের সর্বপ্রথম সংবিধান লিখাত হয় কত সালে? 
  19. সর্বপ্রথম কোন মুসলিম দেশ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? 
  20. বিশ্বের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? 
  21. বিশ্বের কোন দেশ সর্বপ্রথম পারমানবিক বোমা তৈরি করে ?
  22. বিশ্বের সর্বপ্রথম কোন দেশে কাগজের নোট প্রচলিত হয়? 
  23. বিশ্বের সর্বপ্রথম ফজরের আযান শুরু হয়? 
  24. বিশ্বের সর্বপ্রথম ক্রিকেট খেলা শুরু করে কোন দেশ? 
  25. বিশ্বের প্রথম স্বর্ণ হোটেল কোন দেশে রয়েছে?
  26. বিশ্বের সর্বপ্রথম কোন দেশে সূর্য ওঠে?
  27. বিশ্বের সর্বপ্রথম কোন দেশে কাগজ আবিষ্কার হয়?
  28. বিশ্বের সর্বপ্রথম  বিমান কে বানিয়েছিল?
  29. বিশ্বের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? 
  30. বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থিত? 
  31. বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? 
  32. বিশ্বের সর্বপ্রথম  ভার্চুয়াল আর্ট মিউজিয়াম ?
  33. বিশ্বের প্রথম বিষ্ঠা জাদুঘর কোন দেশে রয়েছে?
  34. সর্বপ্রথম কোন দেশে ঘড়ি আবিষ্কার করা হয়?
  35. পৃথিবীর সর্বপ্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় এর নাম কি?
  36. বিশ্বের প্রথম পুরুষ টেস্টটিউব বেবির নাম কি ?
  37. বিশ্বের প্রথম নারী টেস্টটিউব বেবির নাম কি?
  38. বাংলাদেশে জন্ম গ্রহণকারী প্রথম টেস্টটিউব শিশু তিনটির কি নাম রাখা হয়েছে ?
  39. পৃথিবীর সর্ববৃহৎ ঘড়ি কোনটি?
  40. সর্বপ্রথম মোবাইল ফোন তৈরি হয়েছিল কত সালে?
  41. সর্বপ্রথম কোন কোম্পানির মোবাইল ফোন বাজারে এনেছে?
  42. সর্বপ্রথম বাংলাদেশি মোটরসাইকেল নির্মাতা কোম্পানির নাম কি?
  43. সর্বপ্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি?
  44. সর্বপ্রথম মানব এর নাম কি?
  45. ইসলামের প্রথম খলিফার নাম কি? 
  46. ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রথম যুদ্ধ কোনটি?
  47. বাংলার প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন?
  48. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
  49. নোবেল বিজয়ী প্রথম মুসলিম মহিলা কে?
  50. সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?
  51. সর্বপ্রথম পাসওয়ার্ড আবিষ্কার করেন কে?
  52. প্রথম ক্যামেরা উদ্ভাবন করেন  কে?

"পৃথিবীতে যত সর্বপ্রথম" 


1.কে সর্বপ্রথম চাঁদে গিয়েছিল?

উত্তরঃ নীল আর্মস্ট্রং ।

2. সর্বপ্রথম  বর্ণমালা উদ্ভাবন করেন 

উত্তরঃ ফিনিশীয়রা ।

3. আধুনিক বাংলা লিপির উদ্ভাবন কে করেন ? 

উত্তরঃ  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

4. সর্বপ্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী কে? 

উত্তরঃ মুসা ইব্রাহীম

5. কত সাল থেকে নোবেল পুরস্কার প্রচলনের হয়

উত্তরঃ ১৯০১ সাল থেকে

6. সর্বপ্রথম বাংলাদেশী নোবেল বিজয়ী কে? 

উত্তরঃ ড. মুহম্মদ ইউনুস।

7. নৌবাহিনীর সর্বপ্রথম রণতরী নাম কি

উত্তরঃ বিএনএস পদ্মা ।

8. সর্বপ্রথম বাংলাদেশের বিমান চালু হয়

উত্তরঃ ৪ ফেব্রুয়ারি ১৯৭২

9. বাংলাদেশের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় কোনটি

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ।

10. বাংলাদেশের সর্বপ্রথম  বাণিজ্য জাহাজ এর নাম কি?

উত্তরঃ বাংলার দূত

11. বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রীর এর নাম কি? 

উত্তরঃ তাজউদ্দীন আহমেদ ।

তাজউদ্দীন আহমেদ
তাজউদ্দীন আহমেদ 

12. সর্বপ্রথম কোন দেশ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? 

উত্তরঃ ভুটান ।

13. সর্বপ্রথম সর্বপ্রথম কোথা থেকে স্বাধীনতার ঘোষণা দেয়া হয়? 

উত্তরঃ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে।

14. সর্বপ্রথম বাংলাদেশে মোবাইল ফোন প্রচলন হয়

উত্তরঃ মোবাইল ফোন প্রথম চালু হয় ১৯৯৩ সালের এপ্রিল মাসে

15. বাংলাদেশের সর্বপ্রথম কোথায় লোহার খনি পাওয়া যায় 

উত্তরঃ দিনাজপুরে

16. বাংলাদেশের সর্বপ্রথম সংবিধান লিখাত হয় কত সালে? 

উত্তরঃ ১৯৭২ সালে।

17. সর্বপ্রথম কোন মুসলিম দেশ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? 

উত্তরঃ ইরাক।

18. বিশ্বের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? 

উত্তরঃ শ্রীমাভো বন্দরনায়েক (শ্রীলংকা)

19. বিশ্বের কোন দেশ সর্বপ্রথম পারমানবিক বোমা তৈরি করে ?

উত্তরঃ যুক্তরাষ্ট্রের  (১৬ জুলাই, ১৯৪৫ সালে)

20. বিশ্বের সর্বপ্রথম কোন দেশে কাগজের নোট প্রচলিত হয়? 

উত্তরঃ চীনের তাং রাজবংশীয়রা প্রথম কাগজের নোট বা অর্থ চালু করে।

21. বিশ্বের সর্বপ্রথম ফজরের আযান শুরু হয়? 

উত্তরঃ ইন্দোনেশিয়া থেকে।

22. বিশ্বের সর্বপ্রথম ক্রিকেট খেলা শুরু করে কোন দেশ? 

উত্তরঃ ইংল্যান্ড।

23. বিশ্বের প্রথম স্বর্ণ হোটেল কোন দেশে রয়েছে?

উত্তরঃ ভিয়েতনাম।

24. বিশ্বের সর্বপ্রথম কোন দেশে সূর্য ওঠে?

উত্তরঃ জাপান।

25. বিশ্বের সর্বপ্রথম কোন দেশে কাগজ আবিষ্কার হয়?

উত্তরঃ চীনে।

26. বিশ্বের সর্বপ্রথম  বিমান কে বানিয়েছিল?

উত্তরঃ রাইট ব্রাদার্স ।

27. বিশ্বের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? 

উত্তরঃ শ্রীমাভো বন্দরনায়েক (শ্রীলংকা)

28. বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত? 

উত্তরঃ আটলান্টা ।

29. বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? 

উত্তরঃ কাস্পিয়ান।

30. বিশ্বের সর্বপ্রথম  ভার্চুয়াল আর্ট মিউজিয়াম ?

উত্তরঃ ফ্রান্সের ‘মুজি ডরসে’ মিউজিয়াম।

31. বিশ্বের প্রথম বিষ্ঠা জাদুঘর কোন দেশে রয়েছে?

উত্তরঃ জাপানে।

32. সর্বপ্রথম কোন দেশে ঘড়ি আবিষ্কার করা হয়?


উত্তরঃ গ্রীক পদার্থবিদ আর্কিমিডিস খ্রিস্টপূর্ব ২০০ অব্দে প্রথম ক্লক আবিষ্কার করেন।


33. পৃথিবীর সর্বপ্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় এর নাম কি?


উত্তরঃ "নালন্দা বিশ্ববিদ্যালয়" 


34. বিশ্বের প্রথম পুরুষ টেস্টটিউব বেবির নাম কি ?


উত্তরঃ এলিস্টার ম্যাক Doland


35. বিশ্বের প্রথম তথা নারী টেস্টটিউব বেবি কে ?


উত্তরঃ লুইস ব্রাউন।


36. বাংলাদেশে জন্ম গ্রহণকারী প্রথম টেস্টটিউব শিশু তিনটির কি নাম রাখা হয়েছে ?

উত্তরঃ হিরা , মনি ও মুক্তা ।


37. পৃথিবীর সর্ববৃহৎ ঘড়ি কোনটি?


উত্তরঃ মক্কা ক্লক


38. সর্বপ্রথম মোবাইল ফোন তৈরি হয়েছিল কত সালে?

 

উত্তরঃ ১৯৭৩ সালে


39.সর্বপ্রথম কোন কোম্পানির মোবাইল ফোন বাজারে এনেছে?

 

উত্তরঃ মোটরোলা


40.সর্বপ্রথম বাংলাদেশি মোটরসাইকেল নির্মাতা কোম্পানির নাম কি?

 

উত্তরঃ ওয়ালটন


41. সর্বপ্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি?


উত্তরঃ 'ক্রিপার'


42. সর্বপ্রথম মানব এর নাম কি?


উত্তরঃ আদম (ইংরেজি: Adam)


43.ইসলামের প্রথম খলিফার নাম কি? 


উত্তরঃ আবু বকর

44.ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রথম যুদ্ধ কোনটি?

উত্তরঃ বদরের যুদ্ধ


45.বাংলার প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন?


উত্তরঃ ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খলজি


46.বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?


উত্তরঃ শাহ মুহম্মদ সগীর


47.নোবেল বিজয়ী প্রথম মুসলিম মহিলা কে?

 

উত্তরঃ শিরিন এবাদি


48.সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?


উত্তরঃ হযরত আবু বকর (রাঃ)


49.সর্বপ্রথম পাসওয়ার্ড আবিষ্কার করেন কে?


উত্তরঃ ফারনান্দো কোর্বাতো


50.প্রথম ক্যামেরা উদ্ভাবন করেন  কে?


উত্তরঃ স্যার আলেকজান্ডার ওলকট (১৭৫৮-১৮২৮)


51.আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন?


উত্তরঃ কলম

52.সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?

উত্তরঃ প্রথম ইসলাম গ্রহণকারী "বিবি খাদিজাতুল কুবরা (রা.)"

বন্ধুরা এই ছিল পৃথিবীর সর্বপ্রথম আবিষ্কার বা সর্বপ্রথম কোন কিছু  ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন এবং উত্তর। আর্টিকেলটি পড়ে যদি ভালো লাগে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। লেখার কথাও ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


বন্ধুরা এই ছিল পৃথিবীতে যত সর্বপ্রথম কিছু প্রশ্নের উত্তর।  আর্টিকেলটি পড়ে যদি আপনার ভাল লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট এ আপনার মতামত জানাতে পারেন। 
আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top