ওয়ার্ডপ্রেস (WordPress ) কি?
আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালই আছেন। আজকে আমরা জানবো ওয়ার্ডপ্রেস (WordPress) কি? ওয়াডপ্রেস কিভাবে কাজ করে। আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে কেন ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন। বিস্তারিত আলোচনা থাকছে আজকের আর্টিকেলটিতে। তাই একটু সময় নিয়ে হলেও আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের ওয়াডপ্রেস সম্পর্কে সকল ধারণার উত্তরগুলো পেয়ে যাবেন।
ওয়ার্ডপ্রেস (WordPress ) |
আজকের আর্টিকেলটিতে আমরা যেসব বিষয়ে জানতে চলেছি সেগুলো নিচে দেয়া হল- ওয়ার্ডপ্রেস (WordPress) কি?
- কি ভাবে ওয়ার্ডপ্রেস (WordPress) কাজ করে?
- ওয়ার্ডপ্রেস (WordPress) শিখতে কত দিন লাগে?
- ওয়ার্ডপ্রেস(WordPress) এ থিম কি?
- ওয়ার্ডপ্রেস(WordPress) এ প্লাগিন কি?
- ওয়ার্ডপ্রেস (WordPress) শিখে কি ফাইভার(Fiverr), আপওয়ার্ক(Upwork), ফ্রিল্যান্সার মার্কেট(freelancer,com) এ কাজ করতে পারবো কি না?
ওয়ার্ডপ্রেস (WordPress ) কি?
ওয়ার্ডপ্রেস (WordPress) হচ্ছে একটি CMS, আর CMS এর পূর্ণ অর্থ হল "Content Management System" এখানে Content বলতে (image,text,video,audio) ইত্যাদি। এটি বর্তমানে বহুল ব্যবহৃত বিশ্বের সেরা একটি CMS বা "Content Management System",আর সব থেকে মজার বিষয় হল এই CMS ব্যবহার করে কনো প্রকার কোডিং ছাড়াই আপনি একটি ফুল ওয়েব সাইট বানাতে পারবেন। বিশ্বের প্রায় ৬০% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস (WordPress) দিয়ে তৈরি। এই ওয়ার্ডপ্রেস (WordPress) জনপ্রিয় হয়ার একটি প্রধান কারন হল কোডিং ছাড়াই ওয়েবসাইট তৈরি করা।
আসুন যেন নিই এই ওয়ার্ডপ্রেস (WordPress) দিয়ে কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়-
- স্পা (Spa);
- ব্লোগ (Blog) ওয়েবসাইট;
- ই-কমার্স (E-commerce) ওয়েবসাইট;
- পোর্টফলিও (Portfolio) ওয়েবসাইট;
- বুকিং (Booking) ওয়েবসাইট;
- ট্রাভেল (Travel) ওয়েবসাইট;
- ওয়েবসাইট;
- রিপেয়ার (Repair) ওয়েবসাইট;
- বিউটি (Beauty) ও ফ্যাশন(Fashion)
আর ও অনেক ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন। আপনাদের বুঝানোর জন্য কয়েকটি নাম বলে দিলাম।
কি ভাবে ওয়ার্ডপ্রেস (WordPress) কাজ করে?
মূলত ওয়ার্ডপ্রেস (WordPress) এ কাজ করতে হলে আপনাকে একটি ডোমেইন এবং হোস্টিং লাগবে। তারপর আপনার হোস্টিং এর কন্ট্রোল প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস (WordPress) ইন্সটল করে নিতে হবে। আপনি চাইলে অফ লাইনে ও আপনার পিছিতে ওয়ার্ডপ্রেস (WordPress) ইন্সটল করে কাজ করতে পারবেন। তবে সে জন্যে আপনাকে একটি সফটওয়্যার ইন্সটল করে নিতে হবে।
ওয়ার্ডপ্রেস (WordPress ) কি?
হোস্টিং এর কন্ট্রোল প্যানেল টি দেখতে নিচের ছবিটির মত-
|
হোস্টিং এর কন্ট্রোল প্যানেল ওয়ার্ডপ্রেস (WordPress) এর ড্যাশবোর্ড টি দেখতে নিচের ছবিটির মত-
ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড |
ওয়ার্ডপ্রেস (WordPress) শিখতে কত দিন লাগে?
এটি মূলত নির্ভর করবে আপনার উপর। আমি একটি ধারনা দিতে পারি, আপনি যদি ১৫ দিন ৩ ঘণ্টা করে সময় দেন তাহলে আপনি ওয়ার্ডপ্রেস (WordPress) এর ৪০% কাজ শিখে ফেলতে পারবেন। তবে একবার করেই একটা কাজ করলে হবে না , আপনাকে বার বার প্র্যাকটিস করতে হবে।
আর ধাপে ধাপে এগুতে হবে। আপনি যখন একটু ভালোভাবে ওয়ার্ডপ্রেস (WordPress) কে আয়ত্তে নিয়ে ফেলবেন এবার আপনি একটু জটিল বা অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে থাকেন। আপনি কিছু প্রিমিয়াম থিম প্লাগিন কিনে কাজ করুন।
না হলে কিছুদিন পরে ভুলে জাবেন, আপনি কি কি শিখছেন তা বার বার প্র্যাকটিস করুন। ইন্টারনেট এ সার্চ করলে ওয়ার্ডপ্রেস (WordPress) এর অসংখ্য টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনাকে অনেক সাহায্য করবে।
ওয়ার্ডপ্রেস(WordPress) এ থিম কি?
একটি ওয়েবসাইট (Website) দেখতে কেমন হবে বা দেখাবে, কিংবা কোন জায়গায় কোন জিনিস দেখাবে এসব কিছু থিম দিয়েই ঠিক করা হয়। আমি মোবাইলের থিম দিয়ে বুঝানোর চেষ্টা করি, ধ্রুন আপনি মোবাইলে একটি থিম ইন্সটল করলেন তখন আপনি কি কি ধরনের পরিবর্তন লক্ষ্য করেন। হয়তো আপনার app গুলোর কিছুটা পরিবর্তন, Font কিছুটা পরিবর্তন দেখতে পান।
ঠিক তেমন ভাবে একটি ওয়েব সাইটে কোথায় কোথায় আপনার ওয়েবসাইট এর লোগটি প্রদর্শন করবে,কোথায় আপনার পোস্ট গুলো প্রদর্শন করবে, কোথায় আপনার কমেন্ট গুলো প্রদর্শন করবে এগুলো আগে থেকে বলে দেওয়া থাকে একটি থিমে। বলতে পারি থিম আমাদের ওয়েবসাইট গুলোর লে-আউট।
ওয়ার্ডপ্রেস (WordPress) এ অসংখ্য ফ্রি এবং প্রিমিয়াম থিম রয়েছে, যেগুলো ইন্সটল করে একটি ওয়েব সাইট তৈরি করা হয়।
আপনাদের জন্য কিছু ফ্রি থিমের নাম নিচে দিয়ে দিলাম।
- OceanWP
- Astra
- Storefront
- Neve
- Hestia
- ColorMag
- Sydney
ওয়ার্ডপ্রেস(WordPress) এ প্লাগিন কি?
প্লাগিন হলো এক ধরনের এপ্লিকেশন বা মডিউল যার মাধ্যমে ওয়েবসাইটে নতুন নতুন ফাংশন এবং ফিচার যুক্ত করা যায়। ঠিক যেমনটা আপনার বর্তমান সময়ের মোবাইল গুলোতে app কাজ করে। একটি উদাহরণ দ্বারা বুঝা জাক, আপনি কম্পিউটার এ যদি ভিডিও Edit করতে চান তাহলে আপনার কি করতে হবে, অবশ্যই ভিডিও Edit সফটওয়্যার লাগবে। আর যদি কোন ছবিকে Edit করতে চান তাহলে কি লাগবে বলেন, অবশ্যই ভিডিও Photo Editor সফটওয়্যার লাগবে।
ঠিক তেমন আপনি যদি ওয়েবসাইটে একটি নিদিষ্ট ফাংশন এড করতে চান তাহলে ওই নিদিষ্ট কাজের জন্য একটি নিদিষ্ট প্লাগিন লাগবে। আসা করি বুঝতে পেরেছেন।
আপনাদের জন্য কিছু প্লাগিন নাম নিচে দিয়ে দিলাম।
- Elementor
- Yost SEO
- All-in-One
- WP Migration
- Bloom
- Jetpack
- Contact Form 7
- WPForms
- Ninja Forms
- The Events
- Calendar
- Rank Math
- Popup Builder
ওয়ার্ডপ্রেস (WordPress) এ অসংখ্য ফ্রি এবং প্রিমিয়াম প্লাগিন রয়েছে, যেগুলো ইন্সটল করে ওয়েব সাইট তৈরি করা হয়।
ওয়ার্ডপ্রেস (WordPress) শিখে কি ফাইভার(Fiverr), আপওয়ার্ক(Upwork), ফ্রিল্যান্সার মার্কেট(freelancer,com) এ কাজ করতে পারবো কি না?
অবশ্যই আপনি ওয়ার্ডপ্রেস (WordPress) ভালো ভাবে শিখে অনলাইনে একটি ভালো আয়ের উৎস করতে পারেন। অনলাইন মার্কেট গুলোতে ওয়ার্ডপ্রেস (WordPress) ওয়েব ডেভ্লপারদের চাহিদা রয়েছে।
অনেকে ওয়ার্ডপ্রেস (WordPress) সাইট ডেভলপ করে একটি ভালো পজিশনে চলে গেছে।হাজার হাজার Dollars ইনকাম করতেছে।
আমি বলবো আপনি কার কোথায় কান না দিয়ে ওয়ার্ডপ্রেস (WordPress) ভালো ভাবে শিখে ফাইভার(Fiverr), আপওয়ার্ক(Upwork), ফ্রিল্যান্সার মার্কেট(freelancer,com) যে কোন একটি আর যদি পারেন সব মার্কেট প্লেস গুলোতে কাজ শুরু করতে পারেন।
আর আপনি যে কাজটি শিখেন না কেন একটু ভালোভাবে শিখবেন । ভালোভাবে কাজ না জেনে মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট করবেন না, এতে করে আপনারা যদি বায়ার কে ঠিকমত কাজ না দিতে পারেন তাহলে এর প্রভাব টা আর বাকি ফ্রিল্যান্সার এবং আমাদের দেশের বদনাম হয়ে থাকে।
তাই ভালোভাবে কাজ শিখে মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট করবেন।
আপনার মতামত দিন!
আপনার এই আর্টিকেলটি কেমন লেগেছে? মন্তব্য করতে ভুলবেন না!
আমাদের অন্যান্য আর্টিকেলগুলো পড়ুন: